দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা নিস্ক্রিয় করা হল ঝাড়গ্রামে। রাজ্য প্রশাসন এবং বায়ুসেনা যৌথভাবে ওই বোমাটি নিস্ক্রিয় করেছে। নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
গত শনিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের একটি গ্রামে মাটি খোঁড়া হচ্ছিল। সেসময় একটি বোমা উদ্ধার করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। উদ্ধার করা হয় বোমাটি। এরপর শুক্রবার ,সেটি নিস্ক্রিয় করা হল। তার আগেই গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
Read More- দলে চতুর্থ বিদেশি, দুই বছরের জন্য মোহনবাগানে স্পেনের ডিফেন্ডার রদ্রিগেজ
প্রশাসন সূত্রে খবর, স্থানীয় একটি নদীর ধারে বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে। প্রোটোকল মেনে দমকল উপস্থিত ছিল সেখানে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "গোপীবল্লভপুরের ভুলানপুরে বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার করা হয়। বায়ুসেনার সঙ্গে রাজ্য প্রশাসনের তৎপর হয়ে ওঠে। স্থানীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। এবং সফলভাবে ওই বোমটি নিস্ক্রিয় করা হয়েছে।"