সোদপুরের (Sodepur) হোমে এক কিশোরের রহস্যমৃত্যু । মৃতের নাম প্রীতম সরকার (Pritam Sarkar) । যদিও পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে । ইতিমধ্যেই খড়দহ থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার । (Sodepur Boy allegedly killed)
পরিবারের অভিযোগ, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ হোম থেকে ফোন করে জানানো হয় প্রীতমের জ্বর এসেছে । এরপর দুপুর ২টো নাগাদ ফের ফোন করে জানানো হয় প্রীতমকে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার অবস্থা খুব একটা ভাল নয় । কিন্তু, পরিবারের লোক হাসপাতালে গিয়ে জানতে পারেন প্রীতমের মৃত্যু হয়েছে । তাঁদের অভিযোগ, ওই কিশোরকে নাকি মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । মৃতের বাবার অভিযোগ, তাঁদের ছেলের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে পিটিয়ে খুন করা হয়েছে । পরিবারের প্রশ্ন, যদি জ্বরেই ছেলের মৃত্যু হয়,তাহলে মুখ থেকে গ্যাঁজলা বেরবে কেন ? পুলিশে অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট হবে না ।
আরও পড়ুন, Sex Racket in Nagpur: কলকাতার তরুণীকে অপহরণ করে যৌনপেশায় নামানোর অভিযোগ, নাগপুর থেকে গ্রেফতার দম্পতি
পরিবারের তরফে জানা গিয়েছে,মাস ছ'য়েক আগেই কিশোরকে হোমে ভর্তি করা হয় । ছোটবেলা থেকে প্রীতম আংশিক বিকারগ্রস্থ । একটুতেই মাথা গরম, মেজাজ হারিয়ে ফেলত সে । তাই,চলতি বছরের ১৬ এপ্রিল সোদপুরের হোমে তাকে ভর্তি করে দেন পরিবারের লোকেরা । অভিযোগ,দীর্ঘ ৬ মাস ধরে প্রীতম ওই হোমে থাকলেও ছেলের সঙ্গে পরিবারের লোককে দেখা করতে দেওয়া হত না । মাত্র একবারই দেখা করতে দেওয়া হয়েছে । এবার ছেলের মৃত্যুর পিছনে হোম কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলছেন তাঁরা । যদিও, এই বিষয়ে হোম কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।