ভরদুপুরে রাজ্যের নামজাদা দুই সোনার দোকানে একই সঙ্গে ঘটে ডাকাতির ঘটনা। যা দেখে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এবার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল পুলিশ প্ৰশাসনও। স্বভাবতই ঘটনায় আঙুল উঠেছে রাজ্য পুলিশের দিকেই। এমতাবস্থায় আগাম সাবধানতা জানিয়ে রাজ্যের সোনা ব্যবসায়ীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।
Ranaghat ASI Ratan Roy: একার কৃতিত্বে ডাকাতদলকে ধরাশায়ী, 'পুলিশ দিবস'-এ সংবর্ধিত রানাঘাট থানার এএসআই
একইসঙ্গে আগামী সপ্তাহের শুরুর দিকে লালবাজারে গয়না ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক হতে চলেছে বলেও জানা যাচ্ছে। এছাড়াও সাফ জানিয়ে দেওয়া হয়েছে দোকানের ভিতরে ও বাইরে অবশ্যই সিসিটিভি থাকতে হবে। যার আউটপুট থাকবে দোকানের বাইরে, যাতে কোনও ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। দোকানে গার্ডের ব্যবস্থা রাখার নির্দেশ। কোনও কর্মী নিয়োগের আগে ভাল করে ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়ার পরামর্শ। এছাড়া কোনও মুখ ঢাকা , মাস্ক পরা ব্যক্তিকে দোকানে প্রবেশের অনুমতি না দিতেই বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে। বাকি যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ডায়াল করতে হবে ১০০।