উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় শনিবার সকালে এক যুবককে গুলি করে খুন করা হল। তাঁর নাম সালাউদ্দিন আনসারি ওরফে মুকুল (২৪)। তিনি ইমারতি দ্রব্যের ব্যাবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালামউদ্দিন ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। শুক্রবার সকাল ১১টা নাগাদ ওই ওয়ার্ডের বাকড় মহল্লা এলাকায় চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেই সময় বাইকে চড়ে তিনজন যুবক সেখানে যায়। তারা সালাউদ্দিনের সঙ্গে হাসিমুখেই কথাবার্তা বলছিল। একসঙ্গে ধূমপানও করে। তারপরেই গুলি চলার শব্দ পান স্থানীয় বাসিন্দারা। কমপক্ষে ৬ রাউন্ড গুলি চলে। গুলি চালিয়ে ওই যুবকরা বাইকে চেপেই সেখান থেকে পালিয়ে যায়। সালাউদ্দিনের মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Bankura Electorcution:তারে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট মহিলার মৃত্যু, বাঁচাতে গিয়ে মৃত আরও ১
ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। সালাউদ্দিন এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন।