কনস্টেবলের তৎপরতায় উদ্ধার করা হল অপহৃত এক যুবককে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে খাস কলকাতায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। অপহৃতের নাম শুভদীপ রায়, হাওড়ার বাসিন্দা তিনি। পেশায় তিনি ব্যবসায়ী।
কীভাবে উদ্ধার?
জানা গিয়েছে, বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় এক যুবককে অপহরণ করার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। বিষয়টি আঁচ করতে পেরে সেখানে দৌড়ে যান সেখানে কর্তব্যরত কনস্টেবল মানিকলাল মোহান্তি। তারপর পিছু ধাওয়া করে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন।
এরপর ধৃত ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এবং বাকি দুষ্কৃতীদের খোঁজ পায়। উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের কড়েয়া থানা এলাকার একটি বাড়িতে রাখা হয়েছিল অপহৃত ব্যবসায়ীকে। অপহরণকাণ্ডে কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।