রবিবার সকালে প্রবল ঝড়ে ব্যাপক ক্ষতিক্ষতি বর্ধমানে। ঝড়ের বেগ এতটাই বেশি ছিল যে দামোদরের উপর অস্থায়ী সেতু থেকে পড়ে যায় একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে।
কী ঘটেছে?
পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় রবিবার সকাল থেকেই মেঘ ছিল। সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। সেসময় অমরপুরের দিক থেকে আসা একটি গাড়ি দামোদরের ব্রিজ পারাপার করছিল। তখনই দামোদরে উলটে যায় গাড়িটি। ঘটনায় দুজন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের নাম তপন দে। তিনি স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী।
অন্যদিকে প্রবল ঝড়ে জামালপুরের একাধিক বাড়ির টিন ও খড়ের চাল উড়ে গিয়েছে। জেলা প্রশাসনের তরফে তাঁদের ত্রাণ তুলে দেওয়া হয়েছে বলে খবর।