এ যেন রীতিমতো সিনেমার দৃশ্য। পুলিশের স্টিকার লাগানো গাড়ির বনেটে বসে এক যুবক সাহায্যের জন্য চিৎকার করছেন, আর তাকে নিয়ে দুরন্ত গতিতে কলকাতার রাস্তায় ছুটে চলেছে একটি গাড়ি। শনিবার রাতের এই ঘটনায় হতবাক হয়ে যান সোদপুর(Sodepur Car accident) বিটি রোডে পথচারীরা। জানা গিয়েছে, ওই গাড়ির চালক লেক থানার(Lake Police Station) এসআই সৌমেন দাস।
প্রত্যক্ষদর্শীদের মতে, সোদপুরে একটি রেস্তরাঁর(Resturant) সামনে শনিবার রাতে রবি সিং নামে এক যুবক তাঁর গাড়ি পার্ক করেছিলেন । তিনি রেস্তরাঁয় খাবারের অর্ডার দিয়ে গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় আচমকা একটি গাড়ি এসে রবির গাড়ির পেছনে ধাক্কা মারে। অভিযোগ, সেই গাড়িটি চালাচ্ছিলেন লেক থানার এসআই(Sub Inspector) সৌমেন দাস। রবি তখন সৌমেনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, এরপর সৌমেন ফের তাঁর গাড়ি নিয়ে রবিকে ধাক্কা মারেন। রবি তখন হুমড়ি খেয়ে সৌমেনের গাড়ির বনেটের উপর গিয়ে পড়েন। এই অবস্থায় রবিকে নিয়ে শহরের রাস্তা দিয়ে গাড়িটি(Car accident in Sodepur) ছুটতে থাকে। নিজেকে বাঁচাতে রবি তখন চীৎকার করে পথচারীদের কাছ থেকে সাহায্য চান, তবে একই সঙ্গে তিনি গোটা ঘটনাটি তাঁর ফোনে রেকর্ড করেন।
আরও পড়ুন- Indian Army on Agnipath : আগামীর যুদ্ধ প্রযুক্তি নির্ভর, ভরসা তারুণ্য, অগ্নিপথ নিয়ে বিবৃতি সেনার
খড়দহের(Khardah News) বাসিন্দা রবির অভিযোগ, এভাবে কিছু দূর যাওয়ার পর গাড়ি থামিয়ে অভিযুক্ত সৌমেন দাস রবিকে বেধড়ক মারধর করেন। এরপর রবি রাতেই খড়দহ থানায়(Khardah Police Station) অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত এসআই সৌমেন দাসকে গ্রেফতার করেছে।