আবাস যোজনার দুর্নীতি (Awas Yojona Scam) সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে এল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ৬ সদস্যের প্রতিনিধি দল। আবাস দুর্নীতির তদন্তে সকালে কেন্দ্রীয় ৩ সদস্য পৌঁছয় পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে আরও তিন জন এসে পৌঁছয় বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকেই তারা যান মালদার উদ্দেশ্যে।
কেন্দ্রীয় গ্রমোন্নয়ন মন্ত্রকের সচিব অনিল কুমার সিং মঙ্গলবার চিঠি পাঠিয়ে রাজ্যকে আগেই জানিয়েছিলেন কেন্দ্রের এই প্রতিনিধি দলের কথা। কেন্দ্রের নির্দেশ ছিল, ওই প্রতিনিধি দলকে সাহায্য করতে হবে রাজ্যকে।
Nabanna on Job Card Holders: জব কার্ড থাকলেই মিলবে কাজ, কেন্দ্রের ওপর আর ভরসা নেই রাজ্যের
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ওই দুই প্রতিনিধি দল জেলার বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ কতটা হয়েছে, কীভাবে হয়েছে, তা পরিদর্শন করবেন। নিয়ম মেনে বাড়ি হয়েছে কিনা, কী ধরনের দ্রব্য ব্যবহার করা হয়েছে, সবই খতিয়ে দেখবে ওই প্রতিনিধি দল।