চোখের সামনে কাটা ঘুড়ি দেখে ধরতে দৌড়েছিল বছর চোদ্দোর কিশোর। আর সেই কাটা ঘুড়ি ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায়(Burdwan Train Accident) মৃত্যু হল বর্ধমানের ওই কিশোরের। মৃতের নাম রাজগুরু চট্টোপাধ্যায় বলেই খবর। নিহত রাজগুরু বর্ধমান টাউন স্কুলের(Burdwan Town School) নবম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়।
পরিবার সূত্রে খবর, দুপুরে স্কুল থেকে ফিরে খাওয়াদাওয়ার পর বাড়িতেই ছিল ওই কিশোর। বিকেলে কালনা গেট(Kalna Gate) এলাকার বাঁকা ব্রিজের কাছে খেলতে যায় সে। খেলার সময় কাটা ঘুড়ি দেখে পিছু ধাওয়া করে সে। ঘুড়ির পিছনে ছুটতে ছুটতে রেললাইনের(Burdwan Train Accident) উপর উঠে পড়ে রাজগুরু। সেই সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পরে সে। রাতে এক পরিচিত এসে জানায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে রাজগুরুর। এরপর ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকেরা ওই কিশোরের খণ্ড-বিখণ্ড দেহ দেখতে পান। দেহটি ময়নাতদন্তে পাঠায় রেল পুলিশ(Rail Police)।
আরও পড়ুন- Kolkata High Court: আইনজীবী নেই, হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কাছে দুঃখপ্রকাশ রাজ্যের