বাসযাত্রী এক মহিলার ব্যাগ থেকে নগদ টাকা এবং গয়না চুরি করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানা এলাকায়। অভিযুক্ত দম্পতির নাম ধরম বাজিকর এবং তাঁর স্ত্রী ববি বাজিকর।
মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার থেকে বাড়ি যাওয়ার জন্য মথুরাপুরের মিনিবাস ধরেছিলেন লুতফার বিবি নামে এক মহিলা। তাঁর অভিযোগ, কিছুদূর যাওয়ার পরেই তিনি দেখেন ব্যাগের একাংশ কাটা। এবং সঙ্গে থাকা টাকা ও সোনার গয়না উধাও। সঙ্গে সঙ্গে বাস থামিয়ে খোঁজাখুজি শুরু করেন তিনি। অভিযোগ দায়ের করেন উস্তি থানায়। তদন্ত শুরু করে পুলিশ। মাত্র কয়েক ঘণ্টায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া টাকা ও গয়না উদ্ধার করা হয়।
Read More- ট্রেনের কামরায় ধূমপান করেন ? সাবধান, বড় শাস্তির মুখে পড়তে পারেন আপনি!
মহিলা জানিয়েছেন, বিশেষ কাজে ডায়মন্ড হারবার গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফিরছিলেন। নগদ টাকা ও গয়না সহ তাঁর সঙ্গে ছিল প্রায় ৫ লাখ টাকার সামগ্রী। মাঝপথে সেগুলি চুরি হয়ে যায়। যদিও পুলিশের সহায়তায় সবকিছু ফেরত পেয়েছেন তিনি।