.কবির প্রিয় ঋতু বর্ষাতেই নিভেছিল তাঁর জীবন প্রদীপ। আজ ২২ শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। অঝোরে বৃষ্টি গত দু'দিন ধরেই। সারাদিনব্যাপী প্রতিবছরের ন্যায় এবছরেও নানা অনুষ্ঠান চলবে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। এদিন ভোরে ৫ টা ৩০-এ আয়োজিত হল বৈতালিক। সকাল ৭টায় উপাসনা মন্দিরে আয়োজিত হল বিশেষ উপাসনাসভা। রবীন্দ্র সঙ্গীত ও বেদমন্ত্রপাঠের মধ্য দিয়ে স্মরণ করা হল বিশ্বকবিকে৷
Buddhadeb Bhattacharjee: হাসপাতাল থেকে বুধেই বাড়ি ফিরতে পারেন বুদ্ধবাবু, তবে একগুচ্ছ বিধিনিষেধ নিয়ে
উত্তরায়ণে কবিগুরুকে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা। নানা অনুষ্ঠানে সাজানো হয়েছে গোটা দিনটি। উল্লেখ্য, ১৯৪১ সালে দিনটা ছিল ৭ অগস্ট। অমৃতলোকে যাত্রা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)।
শান্তিনিকেতনে অসুস্থ হয়ে পড়েন কবি। চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতায় আনা হয়। ৩০ জুলাই ১৯৪১, জোড়াসাঁকোর বাড়িতে কবির শরীরে অস্ত্রোপাচার হলেও তা সফল হয়নি। ১৩৪৮ বঙ্গাব্দের দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। দিনটা ছিল রাখি পুর্ণিমা।