হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুমারপুরে। যদিও ওই যুবককে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে জানা যায়নি। তাঁর নাম রোহনপ্রসাদ রাম। তিনি নিয়ামতপুরের বাসিন্দা। এদিকে এই ঘটনার পর হোটেলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
কোথা থেকে উদ্ধার মৃতদেহ?
জানা গিয়েছে আসানসোলের কুমারপুরের একটি হোটেলে গুলির শব্দ শুনতে পান হোটেল কর্মীরা। এরপর একটি ঘর থেকে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়েপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
হোটেলে আগ্নেয়াস্ত্র
এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই হোটেলে আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের কী পেশা ছিল সেবিষয়েও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এই ঘটনার পর দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওই হোটেলে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়। পুলিশের এবিষয়ে তদন্ত করা উচিত।