হঠাৎ আগুন আতঙ্ক। শনিবার সকালে অগ্নিকাণ্ড আসনসোলের কুলটি রেল স্টেশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ছটা নাগাদ হঠাৎ আগুন দেখতে পাওয়া যায়। পণ্য পরিবহণ সহজ করার জন্য করিডোরের কাজ চলছে এই স্টেশনে। সেখানে পড়ে ছিল রাবারের তার। সেখানেই আগুন লাগে বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি এই ঘটনায় কোন হতাহত নেই।
এমনকি রেল পরিষেবাতেও কোন বিঘ্ন ঘটেনি। কি কারণে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখছে আসানসোল রেল ডিভিশন।