ফের বাদাবনে বাঘের হানা। সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বিপদ। দক্ষিণ রায়ের হামলায় ক্ষতবিক্ষত এক মৎস্যজীবী। সঙ্গীদের চেষ্টায় কোনওরকমে প্রাণে বাঁচলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।
স্থানীয় সূত্রে খবর, আহত মৎস্যজীবী সনাতন মণ্ডল সুন্দরবনের গোসাবা ব্লকের লাহারিপুরের বাসিন্দা। শুক্রবার দুই সঙ্গীকে নিয়ে ঝিলার জঙ্গলে যান তিনি। সেখানে গিয়ে কাঁকড়া ধরতে ব্যস্ত হয়ে পড়ায় হুঁশ ছিল না বিপদের। শুধু কিছু বুঝে ওঠার আগে আচমকাই বাঘ ঝাঁপিয়ে পড়ে সনাতনের ঘাড় কামড়ে ধরে। কোনওরকমে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেও গুরুতর জখম হন ওই মৎস্যজীবী। মাথায়, ঘাড়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। স্থানীয় হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ার খবরের পরেই একের পর এক হামলার ঘটনা সামনে আসছে। অগাস্ট মাসেও এই ঝিলার জঙ্গল থেকেই স্ত্রীর সামনেই বাঘ তুলে নিয়ে যায় শিবপদ সরকারকে। ওই মাসেই বাঘের মুখে পড়েন আরেক মৎস্যজীবী দুর্গাপদ বরকন্দাজ।