রবিবার রাতেও সব ঠিকঠাক, মা বাবার সঙ্গে বসে দেখেছিলেন বিশ্বকাপ ফাইনাল তারপরেই গিয়েছিলেন ঘরে। সকালে উদ্ধার হয় নাকতলার তরুণীর ঝুলন্ত দেহ। লেডি ব্রেবোর্ন কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সে, অর্থাৎ সবে শুরু হয়েছিল তাঁর জীবন। কিন্তু সময়ের আগেই ফুরিয়ে গেল সব।
তরুণীর মা বাবার সূত্রে খবর, রাতেও সব স্বাভাবিক ছিল। তরুণীর এই ভাবনার কথা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। সকালে সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ।
West Bengal Weather Update: তাপমাত্রার পারদ চড়লেও রাজ্যে শীতের আমেজ থাকবে পুরোদমে
দীর্ঘদিন ধরেই ওই তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তরুণী।