জামাইবাবুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে 'গণধর্ষণের' অভিযোগ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায়। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে।
জানা গিয়েছে নির্যাতিতা ওই নাবালিকা রাতের বেলায় উলুবেরিয়া স্টেশনে এসেছিলেন, নিজের জামাইবাবুর সঙ্গে দেখা করতে। অভিযোগ, দেখা করার পর রেললাইন ধরে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী কিশোরীকে 'গণধর্ষণ' করে। তারপর সেখানেই তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন - লাঠি, ঝাঁটা,বাঁশ হাতে পথে মহিলারা, শাহজাহানদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ সন্দেশখালিতে
ঘন্টাখানেক পর নির্যাতিতার জ্ঞান ফেরে। বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলে । তৎক্ষণাৎ কিশোরীকে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ আসে। ঘটনার রাতেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।