মাত্র ১৫০০ টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে। বীরভূমের সাঁইথিয়ার এক সরকারপোষিত স্কুলের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূগোল এবং শিক্ষা বিজ্ঞানের জন্য অস্থায়ী এবং আংশিক সময়ের জন্য যোগ্য শিক্ষক নিয়োগ হবে। মাসিক চুক্তিতে এর সাম্মানিক হবে ১,৫০০ টাকা। আর এই বিজ্ঞপ্তি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
দীর্ঘ দিন এসএসসি পরীক্ষা বন্ধ। স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে আদালতে। তা হলে সরকারি এবং সরকারপোষিত স্কুলগুলিতে কি এ ভাবেই নামমাত্র ‘সাম্মানিক’-এ বেসরকারি পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হবে? এই প্রশ্নের পাশাপাশি সরকারি শিক্ষাব্যবস্থার কংকালসার দশার ছবি সামনে এসেছে একটি বিজ্ঞাপনেই। সরকারি শিক্ষা ব্যবস্থা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং কোন পরিস্থিতিতে পৌঁছে স্কুল কর্তৃপক্ষকে মাত্র ১,৫০০ টাকার মাসিক চুক্তিতে শিক্ষক নিয়োগ করতে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলার শিক্ষা মহলের একাংশ।
আরও পড়ুন- WB Beer Sale: রাম, হুইস্কিকে টেক্কা, মাত্র ৩ মাসে সরকারকে ৬৫০ কোটি টাকা মুনাফা দিল এই পানীয়!
স্কুল সূত্রে খবর, দু’মাস আগে দুই শিক্ষক ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গিয়েছেন। তাই পরিচালন সমিতির বৈঠকে ঠিক হয় দু’জন শিক্ষক নেওয়া হবে।’’ তবে বিষয়টি নিয়ে শিক্ষা দফতরকে তাঁরা অবগত করবেন বলেও জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।