টুকলিতে বাধা দেওয়ার অভিযোগে ব্যাপক ভাঙচুর ছাত্রদের। ঘটনার জেরে চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে। পিচবোর্ড নিয়ে বসন্তপুর কলেজে ঢুকতে বাধা পেতেই ক্ষিপ্ত হয়ে ওঠে পড়ুয়ারা। কলেজ লক্ষ করে ব্যাপক ইটবৃষ্টি করে ছাত্ররা। শিক্ষকদের মারধর থেকে শুরু করে ইটবৃষ্টির জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরবর্তীতে টুকলির দাবিতে রাস্তা আটকে রাস্তা অবরোধ করে দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা বিক্ষোভে বসলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। উল্লেখ্য, মঙ্গলবার পিচবোর্ডে টুকলি করার দাবিতে কলেজে ভাঙচুর একদল ছাত্র। তারপরই পিচবোর্ড নিয়ে কলেজে ঢুকতে বাধা দেওয়া হয় পরীক্ষার্থীদের।
জানা গিয়েছে, কলেজের সিসিটিভি, কম্পিউটার-সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করা হয়। ওই ছাত্রদের অভিযোগ, মঙ্গলবার থেকে পরীক্ষাকেন্দ্রে ‘অযথা বাড়তি' কড়াকড়ির জেরে আলোচনা করে উত্তর লিখতে পারেননি তাঁরা। ফলে পরীক্ষায় ফেলের আশঙ্কা থেকে যাচ্ছে। বুধবার বসন্তপুর কলেজে ভাঙচুর চালানো ছাড়াও ছোটখাটো অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ওই ছাত্রদের বিরুদ্ধে।
আরও পড়ুন- Manish Kothari: ৫ দিনের ইডি হেফাজতে মণীশ কোঠারি, অনুব্রতর হিসাবরক্ষকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ