শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতেই রহস্যজনকভাবে খুন হলেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) পলতার জহর কলোনী এলাকায়।
জানা গেছে, নিজের ঘর থেকেই গৃহবধূর গলাকাটা দেহ(Dead Body) উদ্ধার করা হয়। মৃতের নাম অঞ্জনা লাল। তাঁর স্বামী এয়ারফোর্স সার্জেন্ট অমর লাল। বেশ কিছুদিন আগেই অসম থেকে বদলি হয়ে পলতায় আসেন তাঁরা। তাঁদের দুই মেয়েও রয়েছে। মৃতের স্বামীকে আটক করে জেরা করে পুলিশ(Police)। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
মৃতের স্বামীর দাবি, শুক্রবার বিকেলে মেয়েদের নিয়ে পার্কে যান তিনি, সেসময় বাড়িতে একা ছিলেন অঞ্জনা লাল। এরপর ফিরে এসে তিনি দেখেন এমন কাণ্ড। গলা কাটা অবস্থায় বিছানার উপর পড়ে ছিলেন অঞ্জনা দেবী।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ(Noapara Police Station)। মৃতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁদের দুই মেয়েকেও। তবে কে বা কারা এই কাজ করছে পুলিশ তা খতিয়ে দেখছে। ভরসন্ধ্যায় এই ধরনের নৃশংস কাণ্ডে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।