আবার চা বাগানে সাপের উপদ্রব। মঙ্গলবার মালবাজার মহকুমার বড়দিঘি চা বাগানের এক নালা থেকে উদ্ধার হয় প্রায় ১৪ ফিটের কিং কোবরা। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
মঙ্গলবার সকালে শ্রমিকেরা বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনে কাজ করছিল। সকাল সাড়ে দশটা নাগাদ চা বাগানের একটি নালার মধ্যে সাপটি দেখতে পায় এক শ্রমিক। প্রথমে এত বড় সাপ দেখে ঘাবড়ে যায় শ্রমিকেরা। পরে খবর দেওয়া হয় খুনিয়া বন দফতরকে।
তড়িঘড়ি ঘটনাস্থলেন আসে বন দফতরের কর্মীরা। বহু সাধ্য সাধনার পর খুব সাবধানে নালা থেকে বের করে কিং কোবরাটিকে বস্তাবন্দি করেন তাঁরা। এদিকে সাপ দেখতে ভিড় জমান প্রচুর চা শ্রমিক। সাপটিকে অক্ষত অবস্থায় লাটাগুড়ি এনআইসিতে নিয়ে যাওয়া হয়।