দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। আচমকা তাঁর পথ আটকে তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতিরা। তাঁর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে টাকার ব্যাগটি। ধস্তাধস্তির মধ্যেই দুষ্কৃতিদের চালানো গুলিতে (Shootout at Burdwan) মৃত্যু হল ব্যবসায়ীর। নাম হামিদ আলি খান (৪৬)।
আরও পড়ুন: হিজাব পরিহিতা ছাত্রীকে দেখে গেরুয়া চাদরে 'জয় শ্রীরাম' স্লোগান, উত্তাল কর্নাটক
মঙ্গলবারে রাতে এই ঘটনাটি ঘটে (Shootout at Burdwan) পূর্ব বর্ধমানে মাধবডিহি থানার ছোট বৈনানের ছাতা দিঘিরকোন এলাকায়। তাঁর বাড়ি মাধবডিহির আরুই পঞ্চায়েতের আরিফপুর গ্রামে। এই ঘটনা (Businessman gunned down at Burdwan) জানাজানি হতেই মাধবডিহি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।দুস্কৃতীদের সন্ধানে রাতেই মাধবডিহি সহ আশেপাশের সব থানা এলাকার বিভিন্ন সড়কপথে শুরু হয় পুলিশী তৎপরতা।
মাধবডিহির ছোট বৈনান বাজারে হামিদ আলি খানের একটি কাপড়ের দোকান ও হোলসেল লটারি টিকিটের দোকান আছে । অন্যান্য দিনের মতো রাত ১০ টার পর তিনি দোকান বন্ধ করে বাইকে চেপে নিজের বাড়িতে ফিরছিলেন। ব্যবসার টাকার একটি ব্যাগও তাঁর সঙ্গে ছিল। ব্যাগে ছিল প্রায় দু'লক্ষ টাকা।