হাবড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire at Habra)। আগুনে পুড়ে ছাই একাধিক ঘর। বুধবার হাবড়ার রেলবস্তিতে(Fire at Habra Slums) আগুনের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে নাগাদ বস্তির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন গ্রাস করে ফেলে বস্তির একাধিক ঘর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রেল লাইনে আশ্রয় নেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল(Fire Brigade)। ঘটনার জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল(Train Service Stopped)।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে হাবড়া(Habra Municipality) পুর এলাকার অন্তর্গত রেলবস্তিতে। চোখের নিমেষে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে গোটা এলাকা। আগুন লাগার আধঘণ্টা পর দমকলের একটি ইঞ্জিন এলাকায় যায় বলেও অভিযোগ। দমকলকর্মীদের সঙ্গে এলাকাবাসীও আগুন নেভানোর(Habra Fire) কাজে হাত লাগান। ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কে রয়েছেন ওই বস্তির বাসিন্দারা।