প্রেমিকাকে খুন করার চেষ্টায় অভিযুক্ত যুবককে এক মাস পর গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে গড়িয়ায়। অভিযুক্তের নাম বাবু হালদার। তিনি রাজপুর সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। দীর্ঘদিন একাধিক এলাকায় আত্মগোপন করে থাকার পর অবশেষে নিজের বাড়িতে থাকছিলেন বাবু। তখনই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বাবু হালদারের। স্ত্রী ছাড়াও প্রেমিকার সঙ্গেও লিভ-ইন সম্পর্কে থাকতেন তিনি। এরপর একদিন প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়। অভিযোগ, তখনই ধারাল অস্ত্র দিয়ে প্রেমিকাকে আঘাত করেন বাবু। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।