এ যেন আক্ষরিক অর্থেই স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ। নদিয়ার কুলগাছি এলাকার সুব্রত সরকারের বহুদিনের স্বপ্ন একটা দামি বাইকের। পেশায় বিড়ি ব্যবসায়ী সুব্রত সরকার রোজ যেতে আসতে শোরুমের দিকে তাকালেই দেখতে পেতেন তাঁর স্বপ্নের বাইক। আর রোজ একটু একটু করে পয়সা জমাতেন।
করোনা মহামারির সময় যখন মানুষের মধ্যে তীব্র আর্থিক টানাটানি দেখা দিয়েছিল, সেই সময়েও সুব্রতবাবু রোজ একটু একটু করে জমাতেন খুচরো পয়সা। কখনও এক টাকা কখনও দু’টাকা।
আরও পড়ুন- Sealdah Metro Station: সকাল থেকে উৎসবের মেজাজ, যাত্রীদের জন্য খুলে দেওয়া হল শিয়ালদহ মেট্রো স্টেশন
এভাবে লাখখানেক টাকা জমে গেলে নদিয়ার (Nadia) এক বাইকের শোরুমে তিনি যান সেই বস্তা ভরতি খুচরো নিয়ে। দোকানের হতবাক কর্মচারীদের সামনেই মেলে ধরলেন সঙ্গে আনা বস্তাটা। তার থেকেই বেরিয়ে এল একটাকা, দু’টাকার কয়েন! গুনে দেখা গেল প্রায় এক লক্ষ টাকা রয়েছে সেই বস্তায়। মুখে হাসি নিয়ে শোরুমের কর্মচারীদের জানালেন তিনি কিনতে চান বাইক!
শোরুমের মালিক পরিতোষ নস্কর জানান যে, সুব্রতর স্বপ্ন ও শখ পূরণের জন্যই তিনি এত কয়েনের বিনিময়ে বাইক বিক্রি করতে রাজি হয়েছিলেন। বলেন, ‘আজ সকালে এসে সুব্রত আমায় বলেন খুচরো পয়সার বিনিময়ে বাইক বিক্রি করব কিনা। শুনে রাজি হই। দুপুরে সেই টাকা নিয়ে এসেই বাইক নিয়ে গেলেন তিনি। তাঁকে এই গাড়ি দিতে পেরে খুব খুশি।’