সাতসকালে হুলুস্থুল কাণ্ড মা ফ্লাইওভারে। পার্ক সার্কাস এলাকায় মা ফ্লাইওভারের ব্রিজের উপর উঠে গেলেন এক যুবক। তাঁর নাম আনোয়ার। পার্ক সার্কাস এলাকা সংলগ্ন একটি বস্তিতে থাকেন তিনি। সেখান থেকে আত্মহত্যার হুমকিও দেন।
কীভাবে উদ্ধার?
প্রায় দু ঘণ্টা সেখানে ছিলেন আনোয়ার। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী গিয়ে ওই যুবককে নামিয়ে আনে। জানা গিয়েছে, ওই যুবকের আগে থেকেই মাথায় আঘাত ছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মনোবিদদের সাহায্য নেওয়া হবে।
এদিকে ওই যুবকের দাবি কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের টাকা পাওয়া যায়নি। সেকারণে তিনি ব্রিজের উপর উঠে গিয়েছিলেন। যদিও সকলের নজর এড়িয়ে ওই যুবক কীভাবে উপরে উঠে গেলেন সেনিয়ে উঠছে প্রশ্ন।