বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছিলেন যুবক। সেখানেই পাত্রীর বদলে পছন্দ হয়ে গেল তাঁর মা'কে। তারপর বাজারে যাওয়ার নাম করে ওই যুবকের সঙ্গেই পালিয়ে গেলেন ৪৫ বছরের মহিলা। জানা গিয়েছে, মালদহের গাজোল থানার ইচাহার গ্রামের বাসিন্দা এক তরুণীকে বিয়ের জন্য দেখতে এসেছিলেন ওই যুবক। ওই সময়েই মেয়ের বদলে তাঁর মা'কে পছন্দ হয়ে যায় যুবকের। মনে করা হচ্ছে, সম্মতি ছিল মেয়ের মায়ের দিক থেকেও।
রাতেই পাত্রীর মা'কে নিয়ে উধাও হয়ে যান ওই যুবক। ইতিমধ্যেই গাজোল থানা একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী। ওই যুবক এবং গৃহবধূর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।