নিজের হাতে তৈরি শাড়ি নিয়ে অযোধ্যার উদ্দেশে রওনা হলেন নদিয়ার হবিবপুরের বাসিন্দা পিকুল রায়। তিনি পেশায় একজন তাঁতি। প্রায় এক বছর ধরে একটি শাড়ি তৈরি করেছেন নিজের হাতে। ওই শাড়িটি ২২ তারিখ রামের উদ্দেশে দিতে চান।
কী রয়েছে শাড়িটিতে?
জানা গিয়েছে, রামের জীবনের বিভিন্ন পর্ব ওই শাড়িতে ফুটিয়ে তুলেছেন তিনি। সেখানে রয়েছে রামের বনবাস থেকে শুরু করে রাম-রাবণের যুদ্ধ। সুঁতোর কাজ করা ওই শাড়িটি অযোধ্যার রাম মন্দিরে দান করতে চেয়ে রওনা হয়েছেন।
Read more- 'রামনামে আস্থা বাংলার', নজরুল গীতি শেয়ার করলেন প্রধানমন্ত্রী
জানা গিয়েছে, অনেকেই শাড়িটি কিনতে চেয়েছিলেন। কিন্তু বিক্রি করেননি পিকুল রায়। এদিকে সংরক্ষিত আসন না পেলেও জেনারেল কম্পার্টমেন্টে করেই যাত্রা করছেন তিনি।