হাতে ধারালো ছুরি। কালো কাপড়ে ঢাকা মুখ। বারাসতে গত তিনদিনে দুজন মহিলার বুকে ছুরি বসিয়েছিল এক দুষ্কৃতি৷ হন্যে হয়ে তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে বৃহস্পতিবার বারাসতের নবপল্লি রামমন্দির এলাকা থেকে ছুরি-সহ গ্রেফতার করা হয়েছে তাকে। হামলাদুটির সঙ্গে এই ব্যক্তিই জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তিই হামলাকারী।
পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন। সোম-বুধবারের পর বৃহস্পতিবারও সম্ভবত কোনও মহিলার বুকে ছুরি বসানোর পরিকল্পনা ছিল তাঁর।
প্রথম ঘটনাটি সোমবারের। বারাসত পুরসভা ৯ নম্বর ওয়ার্ডের রবিনপল্লি এলাকায় আক্রান্ত হন হৃদয়পুরের বাসিন্দা ঝুমা সাহা। তিনি পুলিশকে জানিয়েছেন, একটি বাইক তাঁর দিকে এগিয়ে আসে। কালো কাপড়ে মুখ ঢাকা একজন তাঁর বুকে ছুরি বসিয়ে দেন। প্রায় অনুরূপ ঘটনা ঘটে বুধবারও। তারপরই বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। বৃহস্পতিবার ছুরি সহ গ্রেফতার হন একজন।