স্বামী-স্ত্রীর অশান্তির জেরে শ্যালকের হাতে খুন জামাইবাবু। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুরে(Birbhum Murder Case)। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। এর জেরে ডিভোর্স চেয়েছিলেন স্ত্রী। কিন্তু তা দিতে রাজি ছিলেন না কৃষ্ণ কর্মকার। শুক্রবার রাতে এই বিষয়ে ফের একবার ঝামেলা হয় বলেই খবর। এরপর গভীর রাতে কৃষ্ণর মাসির বাড়িতে জনা পাঁচেক লোককে সঙ্গে নিয়ে হামলা চালায় শ্যালক বিশাল মাল(Muder Case in Mallarpur)।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কৃষ্ণ এবং ওই তরুণী একসঙ্গে থাকতেন না। কৃষ্ণ ইদানিং তাঁর মাসির বাড়ি থাকতেন। শুক্রবার সেখানেই হানা দেয় শ্যালক বিশাল(Rampurhat Murder Case)। প্রথমে কথা কাটাকাটি, তারপর ধস্তাধস্তির মধ্যেই গলায় তরোয়ালের কোপ মারে অভিযুক্ত।
আরও পড়ুন- Asansol Stampede: তৃতীয় নোটিসে সাড়া, জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে জিজ্ঞাসাবাদ পুলিশের
কৃষ্ণের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালায় অভিযুক্তরা। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়(Rampurhat Hospital)। তবে চিকিৎসকরা কৃষ্ণ কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ(Rampurhat Police Station) অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছেন তাঁরা।