স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকায়। অভিযোগ, পারিবারিক অশান্তি থেকেই এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, বুধবার রাতে চলন্ত টোটো গাড়িতে বচসা বাধে স্বামী-স্ত্রীতে। সেখানে রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেন জার্জিস শেখ। পুলিশের সাহায্যে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি স্ত্রী আয়েশা বিবিকে। এরপর বৃহস্পতিবার সকাল হতেই গ্রামের বাইরের আমবাগান থেকে অভিযুক্ত ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা।
বৃহস্পতিবার মৃতার বাবা মোজাম্মেল হককে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। তিনি জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীতে বনিবনা হত না। প্রায়ই অশান্তি হত দু'জনের মধ্যে। বুধবারও অশান্তি করেই বাপের বাড়ি যাচ্ছিলেন আয়েশা। কিন্তু পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।