গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) ঘুরতে এসে হার্ট অ্যাটাক এক ব্যক্তির । তাঁর নাম সুভাষ চন্দ্র । বয়স ৪৬ । বাড়ি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) । প্রাথমিক চিকিৎসার পর শনিবার সকালে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় (Kolkata) নিয়ে আসা হয় ।
শুক্রবার রাতে হৃদযন্ত্রের সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুভাষ চন্দ নামে ওই ব্যক্তি । গঙ্গাসাগর মেলায় থাকা মেডিক্যাল টিমের চিকিৎসকরা প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা শুরু করেন । তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হতেই এদিন সকালে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় কলকাতায় । প্রথমে তাঁকে গঙ্গাসাগর থেকে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে নিয়ে আসা হয় । এরপর সেখান থেকে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে সেখানেই চিকিতসাধীন রয়েছেন তিনি । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর ।