আসানসোলের জামুড়িয়ার জাদুডাঙার কারখানায় ভয়াবহ আগুন। জানা গিয়েছে, পেট্রোপণ্য জাতীয় এক প্রকার পদার্থ পিপি ফোম তৈরি হত সেই কারখানায়।
শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ কারখানাটিতে আগুন লাগে। শিল্পতালুকের ড্রিম পলিপ্যাক কারখানার গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকার লোকজন। স্থানীয়রাই দমকলে খবর দেন। জাদুডাঙা এলাকার ওই কারখানার চারপাশেই ঘনবসতি রয়েছে। আর তার সঙ্গেই রয়েছে আরও অনেক কলকারখানা। কারখানা সংলগ্ন কয়েকটি গুদামঘর রয়েছে। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। কালো ধোঁয়ায় চারদিক ভরে যায়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কারখানার মালিক অজয় খৈতান বলেন, "কারখানায় ফোম তৈরি হত। দমকল এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, এখনও বোঝা হচ্ছে না।"