সপ্তাহের মাঝে ফের বিপর্যস্ত মেট্রো পরিষেবা। বুধবার সকালে নেতাজি ভবন মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। তার জেরেই পরিষেবা সাময়িক বন্ধ কর দেওয়া হয়। পাওয়ার ব্লক করা হয়েছে।
Read More- ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা, আগুন ধরল বাস ও লরিতে! মৃত ৬
জানা গিয়েছে, ১১টা ৩৮ নাগাদ এক যাত্রী আচমকা মেট্রো লাইনে ঝাঁপ দেন। তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। এই ঘটনার জেরে টালিগঞ্জ থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। পরিবর্তে ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশন এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে।
আংশিক পরিষেবা বন্ধ থাকায় একাধিক স্টেশনে যাত্রীরা ভিড় করেছেন। ময়দান এবং হাজরা স্টেশনে ভিড় সবথেকে বেশি। একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় অনেক রেক।