গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার ৪। নির্যাতিতাকে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় বাড়ি নির্যাতিতার। পরিবারের সদস্যরা তাকে পরিচারিকার কাজের জন্য ভাঙড়েরই চালতাবেড়িয়ায় পাঠায়। অভিযোগ, সেখানে বছর একান্নর এক প্রৌঢ় ধর্ষণ করে নাবালিকাকে। পরবর্তীতে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় নাবালিকাকে। শুধু নয়, ওই প্রৌঢ়ের পাশাপাশি তার প্রতিবেশী দুই যুবক-সহ আরও ৩ জন ধর্ষণ (Rape) করে নাবালিকাকে।
এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। এরপরই বাড়িতে গোটা বিষয়টি জানায় নির্যাতিতা। গতকাল অর্থাৎ শনিবার ওই নাবালিকার মা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে রাতেই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।