প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এমনকি, মেয়েকে বাঁচাতে গেলে তাঁর মায়ের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ।
জানা গিয়েছে, আক্রান্ত নাবালিকা দশম শ্রেণির ছাত্রী। এবং অভিযুক্ত যুবক পেশায় রাজমিস্ত্রী। প্রতিবেশী জানিয়েছেন, আগে দুজনের মধ্যে সম্পর্ক থাকলেও পরে তা ভেঙে যায়। তারপর রবিবার ফের অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় অস্ত্রের কোপ মারেন তিনি।
নাবালিকাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।