বছর শেষেই রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর! সূত্রের খবর, আগামী ৩০ ডিসেম্বর থেকে হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত শুরু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রুট। সম্ভবত বাংলাই দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। বেশ কয়েকমাস আগে থেকেই জল্পনা ছিল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে চলেছে পাহাড়ের উদ্দেশে। তবে রেলের তরফে তখন তা জল্পনা বলে উড়িয়ে দেওয়া হলেও এবার সত্যি হতে চলেছে দীর্ঘদিনের স্বপ্ন, এমনটাই খবর। ইতিমধ্যেই ট্রেনটি চালানোর যাবতীয় পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছে রেলের তরফে।
রেল সূত্রে খবর, ৩০ ডিসেম্বর উদ্বোধন হতে পারে বাংলার প্রথম বন্দে ভারতের। চলবে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত। এখনও পর্যন্ত ভাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলেও অন্যান্য ট্রেনের চেয়ে যে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া খানিকটা বেশিই হবে।
যদিও, কোন কোন স্টেশনে দাঁড়াবে এই এক্সপ্রেস ট্রেন, তা নিয়ে এখনও রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ট্রেনটি হাওড়া থেকে ছাড়তে চলেছে সন্ধে নাগাদ। শতাব্দী এক্সপ্রেস যে স্টেশনগুলিতে দাঁরায়, সেই স্টেশনগুলিতেই দাঁড়াবে এই নতুন ট্রেন।
উল্লেখ্য, এই আর্থিক বছরেই ২৭টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। তবে রেলমন্ত্রকের আশ্বাস অনুযায়ী এরপর হাওড়া-রাঁচি, হাওড়া-ঝাড়সুগুদা, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-পাটনা রুটেও চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস।