আর জি কর কাণ্ডের জেরে উত্তপ্ত রাজ্য ও রাজনীতি। এরই মধ্যে এবার এক মহিলা নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠল নিউটাউনে। অভিযুক্তের নাম আজিজ মোল্লা। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার পাথরঘাটা এলাকায়।
জানা গিয়েছে, ওই নার্সের বাড়ি বাগুইআটি এলাকায়। তিনি টাটা ক্যানসার হাসপাতালের নার্স। ১৮ তারিখ অর্থাৎ রবিবার সন্ধে নাগাদ কাজ শেষ করে টাটা ক্যানসার হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময় ওই রাস্তা দিয়েই অন্যত্র যাচ্ছিলেন আজিজ মোল্লা।
অভিযোগ, সেই সময় ওই নার্সকে দেখে প্রথমে কটূক্তি করেন আজিজ মোল্লা। তার প্রতিবাদ করলে নার্সের শ্লীলতাহানি করেন অভিযুক্ত যুবক। ভয়ে চিৎকার শুরু করেন ওই যুবতি। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আজিজ।
এই ঘটনার পর টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন ওই নার্স। CCTV ফুটেজ খতিয়ে দেখে সোমবার রাতে আজিজ মোল্লাকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই রাস্তায় আজিজ কী করছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।