পূর্ব বর্ধমানে (Purba Bardhaman) এক বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম রসাই খাঁ বিবি । নাতনির বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ । পুলিশ বৃদ্ধার (Old woman allegedly killed in Bardhaman) দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠিয়েছে । ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ । পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঘটনা ।
জানা গিয়েছে, কেতুগ্রামের নবস্থা গ্রামের এক স্কুলছাত্রীকে প্রেম নিবেদন করেছিলেন রোহিত মোল্লা নামে স্থানীয় এক যুবক। বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন । কিন্তু, মেয়েটির পরিবারের কেউ প্রস্তাবে রাজি হননি । সেই থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব, মন কষাকষি চলছে । এরই মাঝে সাঁইথিয়া থেকে অন্য একটি পরিবার ওই স্কুল ছাত্রীকে দেখতে আসে । কিন্তু, তাতে বাধা দেন রোহিতের পরিবারে সদস্যরা । রোহিতের মা ঝুমা বিবি, মাসি রোজিনা বিবি এবং ঠাকুমা হাসিবা বিবি ছাত্রীকে বিয়ে করতে নিষেধ করেন বলে অভিযোগ ।
জানা গিয়েছে, ঘটনার দিন ছাত্রীর ঠাকুমা গ্রামের একটি পুকুর পাড়ে গিয়েছিলেন । অভিযোগ, সেখানে রোহিতের মা ও মাসির সঙ্গে বচসা হয় । এরপরই তাঁরা ছাত্রীর ঠাকুমার উপর চড়াও হন বলে অভিযোগ । তাঁকে বাঁশ দিয়ে পেটানো হয়, ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার । ঘটনায় রোহিতের মা ও মাসিকে গ্রেফতার করা হয়েছে । রোহিত ও তাঁর বাড়ির বাকি সদস্যরা পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।