রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল SSKM হাসপাতাল। অভিযোগ, ট্রমা কেয়ারে ভাঙচুর চালায় মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামাল দেওয়ার চেষ্টা চালায়। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তাঁর বাড়ি খিদিরপুর এলাকায়।
জানা গিয়েছে, ওই ব্যক্তি কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার তাঁর মৃত্যু হয়। এরপরেই উত্তেজিত হয়ে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এরপরেই হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে প্রথমে হাসপাতালে থাকা নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে পৌঁছন। তারপর অতিরিক্ত পুলিশ গিয়ে পৌঁছয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে থাকা অন্য রোগী এবং তাঁদের পরিজনরা। তাঁদের মধ্যে কয়েকজন ছোটাছুটি শুরু করেন বলে খবর।
একদিকে আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। তারই মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠল SSKM হাসপাতাল। এর জেরে রোগী নিরাপত্তার গাফিলতিরও অভিযোগ তুলেছেন অনেকে।