সইফুদ্দিন লস্করকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। তৃণমূল নেতার গতিবিধি খুঁটিয়ে দেখার জন্য তাঁর বাড়ির পাশেই আশ্রয় নিয়েছিল শাহরুল শেখ নামে এক অভিযুক্ত। তাঁর বাড়ি ডায়মন্ডহারে হলেও বিগত কয়েকদিন ধরে সইফুদ্দিনের প্রাসাদোপম বাড়ির পাশেই থাকত সে। সোমবারই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহরুল বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি দর্জির কাজও করে সে। অভিযোগ, সইফুদ্দিনের উপর নজরদারি চালানোর জন্য শাহরুলকে নিযুক্ত করা হয়েছিল। সোমবার সকালে গুলি চালানোর সময়েও সে উপস্থিত ছিল।
এদিকে জয়নগরের প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় পুলিশ বুঝতে পারে ওই ঘটনায় জড়িত রয়েছে কোনও সুপারি কিলার। ইতিমধ্যে শাহরুলকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, তৃণমূল নেতা খুনে এক লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল ।