হয়তো মনে একরাশ দুঃখ নিয়ে রেললাইনে মাথা রেখেছিলেন এক ব্যক্তি। ভেবে ছিলেন মেদিনীপুরের এই স্টেশনে নিজের জীবনটা একেবারের মতো শেষ করে ফেলবেন। তাই প্ল্যাটফর্ম থেকে নেমে, চলে এসেছিলেন ট্র্যাকের উপরে। শুয়েও পড়েছিলেন মাথা দিয়ে। এরপর....। না ওই ব্যক্তিকে মরতে দেননি কে সুমতি। পেশায় তিনি ভারতীয় রেল পুলিশের কনস্টেবল। তাঁর তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। আর সুমতির ওই উদ্ধারের ছবি ধরা পড়ছে স্টেশনে থাকা সিসি ক্যামেরায়। যা নিজেদের সরকারি টুইটার হ্যান্ডেল টুইট করেছে আরপিএফ। যে ভিডিও সতত্য যাচাই করেনি এডিটরজি বাংলা।
রেল পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। তবে তাঁকে দেখে প্রাথমিক ভাবে মানসিকভাবে বিধ্বস্ত মনে হয়েছে। তবে সুমতির প্রশংসায় রেল পুলিশের কর্তারা। যে ভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে বাঁচিয়েছেন, তা তারিফ যোগ্য।
জানা গিয়েছে, গত আট তারিখ যখন এই ঘটনা ঘটছিল, তখন মেদিনীপুর স্টেশন দিয়ে পাস করেছিল পূর্বা এক্সপ্রেস।