তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট । সোমবার রাতে, তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছেই চলল গুলি । সেই গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী । গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকর্মীকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে । বসিরহাট থানার শাঁকচুড়ার বাজারের কাছে ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় শাঁকচুড়ার বাজারের কাছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । অভিযোগ, দুই গোষ্ঠীর লোকজন গালিগালাজ শুরু করে । তার থেকেই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে হাতাহাতি লেগে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার অনন্তপুর ফাঁড়ির পুলিশ । এরপর আচমকাই সেখানে গুলির আওয়াজ শোনা যায় । অভিযোগ, দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে । আহত পুলিশকর্মীকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে ।
এ ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে । ঘটনাস্থলে যান বসিরহাটের পুলিশ সুপার জেবি থমাস কে., অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বন্দ্যোপাধ্যায়ও ।
স্থানীয় এক তৃণমূল নেতার তরফে জানানো হয়েছে, তাঁদের দলের এক নেতা বাজার থেকে ফিরছিলেন। সেই সময়ে তাঁকে কেউ বন্দুক দেখায় । তখনই পুলিশ ঘটনাস্থলে আসে । সেই সময় গুলি চললে গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মী । অন্যদিকে, বিজেপি বলছে, পুলিশ নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে , মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে ?