স্বাস্থ্যপরীক্ষার জন্য আনা এক দুষ্কৃতীকে হত্যার চেষ্টা করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। এই হামলার নেপথ্যে রয়েছে কোনও বিরুদ্ধ গোষ্ঠী, সন্দেহ পুলিশের।
জানা গিয়েছে, শনিবার বেলা ১১টা নাগাদ চুঁচুড়া হাসপাতালের জরুরি বিভাগে স্বাস্থ্যপরীক্ষার জন্য আনা হয়েছিল বিচারাধীন বন্দি টোটন বিশ্বাসকে। তাঁর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। জরুরি বিভাগে টোটন পা রাখতেই দুষ্কৃতীরা তাঁকে নিশানা করে গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। টোটনের পেটে একটি গুলি লাগে। গুলি চালানোর ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্ক তৈরি হয় সেখানে আসা রোগী এবং তাঁদের আত্মীয়-পরিজনদের মধ্যে। তাঁরা ভয়ে ছোটাছুটি করতে থাকেন। সেই সুযোগে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন- Coochbehar News: শিক্ষক নিয়োগের পর কী এবার রেশন কার্ড? মেখলিগঞ্জে বিজেপির নিশানায় পরেশ
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিন দুষ্কৃতী ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে অপেক্ষা করছিল টোটনের জন্য। শনিবার যে টোটনকে আদালতে তোলা হবে সেই খবর ছিল হামলাকারীদের কাছে।