তীব্র তাপপ্রবাহে পুড়ে খাঁক বাংলা। গায়ে সুতির জামাই রাখা যাচ্ছে না, একটুতেই ঘেমে নিয়ে একশা তবুও বঙ্গে কিন্তু বিয়েতে বিরাম নেই। এই তীব্র গরমেও চলতি বছরে ১৬ মে পর্যন্ত প্রায় পৌনে এক লক্ষ বিয়ে হয়েছে বাংলায়। রেজিস্ট্রির হিসেবে অন্তত তাই বলছে। অর্থাৎ খাতায় কলমে এই পৌনে এক লক্ষ দম্পতি সেরেছেন বিয়ে , এছাড়া রেজিস্ট্রি না করে বিয়ের পরিসংখ্যান ধরলে সংখ্যাটা ১ লক্ষ ছাড়াবে।
অন্যবার বিয়ের তারিখ থাকলেও এবার শ্রাবণ মাস মল মাস। তারপর ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসেও বিয়ে হয় না, তাই শুভ কাজ আর ফেলে রাখেননি বাংলার জুটিরা। গরম বলে বিয়ের আনন্দ , জাঁকজমকেও যে খামতি ছিল না তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় আজকাল রকমারি বিয়ের ছবি ভিডিও ভাইরাল ও হয়।