চোপড়ার পর এবার চাপড়া। ফের বিএসএফ কর্মীর গাড়ি পিষে দিল ৭ বছরের এক শিশুকে। চোপড়ার ঘটনার পর একই ঘটনার পুনরাবৃত্তি। চাপড়া হৃদয়পুরে বিএসএফ ক্যাম্পের সামনে এক মহিলা বিএসএফ কর্মীর মেয়েকেই চাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, শেষ রক্ষা হয়নি। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম অরোহি সিং হাজারী
Kanchan-Pinky: অবশেষে মুক্তি, ডিভোর্সে সিলমোহর কাঞ্চন-পিঙ্কির , কেমন আছেন দুজনে?
মৃত শিশুর মা রিঙ্কু সিং হাজারী ৮২ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত। বিএসএফ ক্যাম্পের পাশে ঠাকুমার সঙ্গে সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার সময়, শিশুটিকে গাড়ি পিষে দিয়ে যায় বলে জানা গিয়েছে। বাবা অমিতাভ সিং হাজারীর দাবি, চালক মদ্যপ অবস্থায় বিএসএফের হেডকোয়ার্টার থেকে গাড়ি বের করছিলেন, তাতেই এই ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।