দোলযাত্রাকে(Holi 2022) কেন্দ্র করে আসানসোলে(Asansol) অভিনব বার্তা একদল খুদের। বসন্ত উৎসব(Basant Utsav 2022) উপলক্ষ্যে যখন আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী, তখন সচেতনতার বার্তা দিলেন আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের বাসিন্দারা।
দীর্ঘ প্রায় ২৫ দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইউক্রেনে(Ukraine-Russia war)। প্রাণভয়ে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছেন ভয়ার্ত মানুষ। রুশ হামলায় তছনছ হয়ে গেছে গোটা ইউক্রেন(Ukraine Crisis)। এমনকি এই হামলার মাঝে পড়ে প্রাণ গেছে বেশকিছু ভারতীয় ছাত্রের(Indian Students)। সবমিলিয়ে কার্যত শ্মশানে পরিণত হয়েছে জেলেনস্কির দেশ।
আরও পড়ুন- Bengal Weather Update: আরও বাড়বে তাপমাত্রা, দোলে নেই বৃষ্টির পূর্বাভাস, জানালো হাওয়া অফিস
এর পরিপ্রেক্ষিতেই এবার বসন্ত উৎসবের দিনে(Basant Utsav 2022) যুদ্ধ বন্ধের আবেদন করলেন আসানসোলের(Asansol) বাসিন্দারা। এর পাশাপাশি, রবীন্দ্রসঙ্গীতের(Rabindra Sangeet) মাধ্যমে প্রভাতফেরির সূচনা করেন তাঁরা। আজ সারাদিন ধরেই তাঁদের নানান অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলেও জানান অনুষ্ঠানের উদ্যোক্তারা।