পল্লবী দে’র (Pallavi Dey) মৃত্যু রহস্যের তদন্তে এখন গোয়েন্দাদের ভাবাচ্ছে স্টিভ নামে এক ব্যক্তির নাম। পুলিশের গোয়েন্দারা পল্লবী এবং মূল অভিযুক্ত পল্লবীর লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর (Sagnik Chakraborty) ফোনের চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখতে গিয়ে এই নামটি পেয়েছেন।
পুলিশ সূত্রে খবর সাগ্নিক এবং পল্লবীর বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটে স্টিভের নাম পাওয়া গিয়েছে। কিন্তু স্টিভ কে, কী তার আসল পরিচয় সেই প্রশ্নটাই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের। সাগ্নিক একটি বেআইনি কল সেন্টার চালাতেন বলে অভিযোগ। সেই বেআইনি কল সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পুলিশ স্টিভের নাম পেয়েছে। পুলিশ সেই কল সেন্টারের কর্মীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে কিন্তু এখনও কোনও সমাধান সূত্র খুঁজে পায়নি।
পুলিশের একটি অংশের অবশ্য অনুমান যে, স্টিভ আসলে সাগ্নিকের ছদ্ম নাম। সাগ্নিকের কল সেন্টারের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবসায়ীক যোগ রয়েছে। অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের কাছে সে সম্ভবত নিজেকে স্টিভ বলে পরিচয় দিত বলে পুলিশ মনে করছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।