নন্দীগ্রামে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হল তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের। ওই দলে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ভৌমিক। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, নন্দীগ্রামে রাজনৈতিক কারণে খুন হননি রথিবালা আড়ি। পারিবারিক কারণে তাঁকে খুন হতে হয়েছে।
বুধবার রাতে BJP কর্মীর মা-কে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই ঘটনার পরেই রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রামের সোনাচূড়া এলাকা। তারপর সেখানে পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেসময় ওই দলের প্রতিনিধি দলের সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
Read More- ভোটগ্রহণের আগেই উত্তপ্ত নন্দীগ্রাম, BJP-কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ! অস্বীকার শাসকদলের
এবিষয়ে ওই প্রতিনিধি দলের সদস্য পার্থ ভৌমিক এবং রাজীব বন্দ্যোপাধ্য়ায় বলেন, পারিবারিক কারণে খুন হতে হয়েছে রথিবালা আড়িকে। এর পিছনে তৃণমূলের কোনও হাত নেই। তাঁদের দাবি, সোনাচূড়া এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি খুবই দূর্বল। সেকারণে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।