শুক্রবার সকালে বৃষ্টি হয়েছে কলকাতায়। সেই সময় গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পেশায় তিনি রিক্সা চালক। ঘটনাটি ঘটেছে গল্ফগ্রিন এলাকায়। তাঁর নাম অলোক কয়াল। তাঁর বয়স আনুমানিক ৪২ বছর। বাড়ি ক্যানিংয়ে।
জানা গিয়েছে, বৃষ্টির সময় রিক্সার ভিতরে বসেছিলেন অলোক কয়াল। সেসময় হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তখনই একটি গাছ ভেঙে রিক্সার উপর পড়ে। আর তারপরেই বিপদ ঘটে। গুরুতর চোট পান তিনি।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা দ্রুত খবর দেন পুলিশে। স্থানীয়রাই প্রথমে অলোক কয়ালকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।