স্কুলের গার্লস হোস্টেল থেকে উদ্ধার এক আদিবাসী তরুণীর ঝুলন্ত দেহ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার মুরাডিতে। মুরাডি গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় শুক্রবার সকালে। পুলিশ সূত্রে খবর, মধুমিতা সোরেন নামক ওই ছাত্রীর বাড়ি সাঁতুড়ি থানার অন্তর্গত লাটুলবাইদ গ্রামে।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, তাঁরা ১০ এপ্রিল ছাত্রীদের হোস্টেলে নিয়ে আসার কথা জানালেও মধুমিতার বাবা বৃহস্পতিবারই মেয়েকে হোস্টেলে নিয়ে আসে। অভিযোগ, কার্যত ফাঁকা হোস্টেলে গলায় দড়ি দেয় ওই ছাত্রী। বাকি ছাত্রীরা পরীক্ষা শেষ করে হোস্টেলে ফিরে মধুমিতাকে ওই অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে।